পাবনার ভাঙ্গুড়ায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে যুবদলের তিন নেতার ওপর হামলা চালিয়ে তাদেরকে জখম করা হয়েছে। এরা হলেন, রফিকুল ইসলাম,
হাসেম মোল্লা ও মাসুদ রানা। আহতদের মধ্যে রফিকুল ও হাসেম মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আর মাসুদ রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার নৌবাড়িয়া ব্রিজের নিকট তারা এই হামলার শিকার হন। আহত হাসেম মোল্লা খানমরিচ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং রফিকুল ইসলাম যুগ্ম আহবায়ক। তাদের বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দাদীঘি গ্রামে। আর মাসুদ রানার বাড়ি উপজেলার বোয়ালমারী গ্রামে। তিনি মন্ডতোষ ইউনিয়ন যুবদলের আহবায়ক।
স্থানীয়রা জানান,শনিবার রাতে উপজেলার ময়দানদীঘী থেকে ভাঙ্গুড়ায় আসার পথে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকারের নেতৃত্বে ছাত্রদলের কতিপয় নেতাকর্মী লোহার রড ও হকিষ্টিক দিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় যুবদল নেতা রফিকুল, হাশেম মোল্লা ও মাসুদ রানাকে জখম করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । দলের অভ্যন্তরীণ
কোন্দলের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জনৈক ছাত্রদল নেতার সঙ্গে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।