পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে দুই বছর বয়সী সিয়াম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে পার-ভাঙ্গুড় ইউনিয়নের হাট গ্রামে ঘটনাটি ঘটে। শিশু সিয়াম হাট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
সিয়ামের নিকট আত্মীয় জানান ,দুপুর আড়াইটার দিকে উঠানে খেলছিল সিয়াম। পরিবারের সদস্যদের আগোচরে বাড়ির দক্ষিণ পাশের বায়নঝি বিলে পড়ে যায়। একপর্যায়ে তাকে বিলে ভাসতে দেখে উদ্ধার করেন সিয়ামের সম্পর্কে দাদি আন্জুয়ারা। পরে স্বজনরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আল-আমিন জানান, বিকাল ৪টার দিকে সিয়াম নামে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।