পাবনার ভাঙ্গুড়া গন অধিকার পরিষদের উপজেলা শাখার উদ্দ্যোগে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। অর্থায়নে পাবনা-৩ এর এমপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জুয়েল রানাসহ গন অধিকার পরিষদের নেতাকর্মী ও জনসাধারণ। রবিবার বিকালে বড়ালব্রিজ স্টেশনে রমজানের প্রথম দিনে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করান।
প্রথম দিনে অনেক রোজাদার মানুষকে ইফতার করানো হয়েছে। গণইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজন।
গনঅধিকার পরিষদের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুর রহমান দুলাল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গন অধিকার পরিষদের নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। সেজন্য এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তেমন কিছু করা সম্ভব হয়নি। এজন্যই এবার এই ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষগুলো সারা দিন রোজা শেষে ইফতার থেকে বঞ্চিত না হয়। আপনারা এই আয়োজনে শরিক হতে চাইলেন গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করতে পারেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।