শিক্ষার গুণগত মান উন্নয়নে পাবনার ভাঙ্গুড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় পৌরশহরের ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: হাসান আলী, প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন,সহকারি শিক্ষিকা রোকেয়া হাসিনা প্রমুখ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মোস্তাক আহমেদ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।