পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ে জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে বকুল সরকার (৩৬) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বকুল ভাঙ্গুড়া পৌর সভার চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার আলহাজ্ব মোঃ সামাদ সরকারের ছেলে ও পৌর বিএনপির (সাবেক) যুগ্ম আহ্বায়ক। গতকাল সন্ধ্যায় ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজার গরু হাটের পূর্বপাশে এ গাছ কাটতে দেখা যায়। বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের সহকারী বুকিং মাস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বকুল সরকার গোপনে রেলওয়ে জায়গা থেকে বড় দুটি আম ও শিমুল গাছ কেটে ফেলেন। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। এরপর সেখানে অবৈধভাবে ইট বালু এনে ঘর নির্মাণ কাজ করছেন। তিনি জানান বিষয়টি জানতে পেরে রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা বকুল সরকার বলেন, বাড়ি করার জন্য জায়গাটি কিনেছি। তাই গাছগুলো কাটতে হয়েছে। এটা দোষের কিছু না। সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ মৃধা বলেন, বিষয়টি আমি আবগত না। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।