পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া—সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের খেলার মাঠে মশাল জ্বালিয়ে এ ক্রীড়া অনুষ্ঠানের সূচনা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আসলাম আলী,সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, রমজান আলী খান, উপজেলা ভাইস—চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাফিজ রঞ্জু,পাবনা পরিষদের মহিলা সদস্য মোছাঃ আফিয়া সুলতানা আখি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি,অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সুলতানা জাহান বকুল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান,সরদার আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব,সাবেক অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের মেম্বর মোঃ মজির হোসেন,সাবেক অষ্টমনিষা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনছার আলী,সহকারী প্রধান শিক্ষক ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আয়নুল হক প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জাপুর ডিগ্রী কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট মনিরুজ্জামান মনি ও অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কে এম জাহাঙ্গীর কবির। ডিসপ্লে পরিচালনা করেন মোঃ জুয়েল রানা(রাজশাহী)। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।