পাবনার ভাঙ্গুড়ায় আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে গ্রেনেড হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার ২১ আগস্ট সকালে উপজেলা আ’লীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল এর সভাপতিত্বে গ্রেনেড হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া চাটমোহর,ফরিদপুর এর সংসদ সদস্য ও মোঃ ভূমি মন্থনালয় সম্পর্কিত স্হায়ী কমিটি সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান,মোঃ ইবনুল হাসান শাকিল,সরদার আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি,সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহ মোল্লা, ছাত্র লীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লবসহ আ’লীগ পরিবারের সদস্যগণ ।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আইভি রহমানসহ ১৫ ও ২১ আগস্টে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সেইসাথে ১৫ ও ২১ আগস্ট একই সুতোয় গাঁথা মর্মে শোক কে শক্তিতে পরিণত করে সোনার বাংলা গড়তে সকল প্রকার অপশক্তি রুখে দিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।