পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের মৌহাট গ্রাম থেকে আল্পনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে নিহতের শ্বশুরবাড়িতে ঘটনাটি ঘটে।
এদিকে ঘটনার পর থেকে আল্পানার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। তবে নিহতের স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে এ হত্যাকাÐ ঘটানো হয়েছে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত আট বছর আগে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের মৌহাট গ্রামের হযরত আলীর ছেলে সাইফুল ইসলামের সঙ্গে একই উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা চড়পাড়া গ্রামের আশরাফ আলীর মেয়ে আল্পনা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় আল্পনার শ্বশুরবাড়ির লোকজন ছোটখাটো বিষয় নিয়ে গৃহবধূ আল্পনার ওপর নির্যাতন চালাত। নির্যাতন সইতে নাপে রে প্রায় তিন মাস আগে আল্পনা আত্মহত্যার চেষ্টা করে। সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের মেঝেতে গৃহবধূর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে।
নিহতের বড় ভাই সেলিম হোসেন অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য অনেক সময় আমার বোনকে মারধর করত। শ্বশুরবাড়ির লোকজনই আমার বোনকে মেরে ফেলেছে। এখন
তারা অত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।