পাবনার ভাঙ্গুড়া উপজেলা মন্ডতোষ ইউনিয়নের দিয়ার পাড়া নক আউট সিক্স সাইড ফুটবল টুর্নামেন্ট-২০২২ দিয়ার পাড়া দাখিল মাদ্রাসা মাঠে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৪টার সময় দিয়ার পাড়া দাখিল মাদ্রাসা মাঠে ভাঙ্গুড়া বি বি সি ক্লাব বনাম ভেড়ামারা স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলার শুভ উদ্বোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান তরেক।
এই টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবেন। যে ৮ টি দল অংশ গ্রহণ করবেন এরা হলেন, ভাঙ্গুরা বিবিসি ক্লাব, ভেড়ামারা স্পোর্টিং ক্লাব, ভাই ভাই খেলাঘর, বের হাউলিয়া ফুটবল একাদশ, ফ্রেন্ড সার্কেল ফুটবল একাদশ,কালীবাড়ি ফুটবল একাদশ ও বোয়ালিয়া ফুটবল একাদশ।
খেলাটি পরিচালনা করেন দিয়ার পাড়া ফুটবল একাদশ এর সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক মোঃ ইউছুব আলী। সার্বিক সহযোগিতায় ভাই ভাই খেলা ঘর ভাঙ্গুড়া, পাবনা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।