ময়মনসিংহের ভালুকায় সাব-রেজিষ্ট্রী অফিসে দলিল লেখক সমিতির প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর (শনিবার) ১০৮ জনের স্বাক্ষরিত ওই আবেদনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়।
আবেদন সূত্রে জানা যায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সমিতির প্রক্রিয়া না মেনে জোরপূর্বক কোনো কমিটি ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনির্বাচিত কমিটি গঠন করা হয়। যার কারণে সমিতির কার্যকলাপে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি হয়। বর্তমান সময়ে আবারও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে কমিটি গঠনের চেষ্টা চলছে। আবারও অনির্বাচিত কমিটি গঠন করা হলে সমিতির কার্যকলাপে আবারও বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি হবে বলে আশংকা করছেন সমিতির কিছু সদস্য। এই সমস্যা সমাধানের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, একটি আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।