ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের পানিহাদী গ্রামের নুরু ডাক্তারের বাড়ী সংলগ্ন হইতে ইট সলিং কাজের শুভ উদ্ধোধন করলেন ৪নং ধীতপুর ইউঃপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল।
রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের পানিহাদী বাজার হইতে নজুয়ার কান্দা পর্যন্ত নতুন ৩৩০ ফুট ইটের সলিং কাজের শুভ উদ্ধোধন করেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, ইউঃপি সদস্য রিপন , ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান নুরু,মোঃশিহাব খান,রাশিদুল ইসলাম রাজু,মোঃসুমন খান, ইমতিয়াজ মৃধা আকাশ,জজ মিয়া প্রমুখ।
এ সময় ৪নং ধীতপুর ইউঃপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল বলেন, ৪নং ধীতপুর ইউনিয়নকে পরিকল্পিত ভাবে উন্নয়নের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য, তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন ইটের সলিং এর কাজের শুভ উদ্বোধন করা হলো।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।