আশরাফুল হক, লালমনিরহাট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল।
দিবসটি উপলক্ষে শুক্রবার জেলার রেলওয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান
শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা।
এর আগে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ফিরে আসে। পরে শিক্ষার্থীরা হাতে ফুল, ফুলের ডালা, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
এসময় প্রতিষ্ঠানের সভাপতি আমিনুর ইসলাম, প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা,সিনিয়র শিক্ষক শাহানা আরজু, মাইদুল ইসলাম,আনিছুর রহমান,মাহফুজা বেগম, আল-মামুন,শফিকুল ইসলাম,ফারহানা আফরোজ,আঁখি, বেলাল হোসেন সরকার,শরিফ, অভিভাবকমন্ডলী ও ক্ষুদে শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার,রেলওয়ে শহীদ মিনার, জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়সহ আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।