প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২২, ১২:৪২ অপরাহ্ণ
ভিডিও ধারণ করায় যুবককে পেটানো সেই ইউপি সদস্য আটক
অবশেষে ভাইরাল হওয়া ভিডিওতে ছবি দেখে মঙ্গলবার দিবাগত রাতে সেই ইউপি সদস্যকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিকেবাড়ি এলাকায় গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে এক যুবককে অন্যায় ভাবে মারধর করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদুল হক। মারধর করার সময় ভিডিও করার অপরাধে আরেক যুবককে লাঠি দিয়ে বেদম মারপিট করে আহত করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে মঙ্গলবার কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রকাশের পর রাতে ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
তিনি হলেন, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য রাশেদুল হক।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাতাব উদ্দিন বলেন, গতকাল রাত ১০ টার পরে ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.