চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মেধা পরীক্ষা ২০২৩ যাচাই কৃতিশিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
ভোলাহাট লেটেষ্ট ডিজিটাল সেন্টারের আয়োজনে ভোলাহাট এ্যাকটিভ মডেল একাডেমি স্কুলে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার বিভিন্ন স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে লেটেষ্ট ডিজিটাল সেন্টারের পরিচাল মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক সম্পাদক গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুরের বরেন্দ্র আলিম মাদ্রাসার শিক্ষক সারোয়ার জাহান, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের বার্তা সম্পাদক আলি হায়দার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেটেষ্ট ডিজিটাল সেন্টারের প্রশিক্ষক আনুয়ার হোসেন, হাসান আলী, মেধাবী শিক্ষার্থী মোসাঃ সুরাইয়া ইসলাম, সহ অন্যান্য শিক্ষার্থীরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।