চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, ইউনিসেফের সহযোগিতায়, ভোলাহাট ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উম্মে তাবাসসুমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় শাখার উপ-পরিচালক, দেবেন্দ্রনাথ ঊরাও।
বাল্যবিয়ে প্রতিরোধ নারী ও শিশুর প্রতিহিংসা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব প্রতিবন্ধী ব্যক্তির, অধিকার ও সুরক্ষায়, সামাজিক সম্প্রতি এবং কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা হয়।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ইউসেফ প্রতিনিধি মনজুর আহমেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান, আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইয়াসিন আলী শাহ ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি, গোলাম কবির, মহিলা বিষয়ক কর্মকর্তার (ভারপ্রাপ্ত) রহিমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা, আফসার হোসেন, আওয়ামী যুবলীগ ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক, শাহাজাদী বিশ্বাস প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।