প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ণ
মরার পর আমার লাশ যেন না কাটে, আত্মহত্যার আগে স্বামীকে বললেন স্ত্রী
মরার পর আমার লাশ যেন না কাটে, আত্মহত্যার আগে স্বামীকে মোবাইল ফোনে এ কথা বলে জানালার গ্রীলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এক গৃহবধূ। মঙ্গলবার (২৬ মার্চ) ইফতারের পরে গাজীপুরের কোনাবাড়ী হরিনাচালা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার দক্ষিণ রহিমপুর গ্রামের কালাচান এর মেয়ে চাঁন মনি (৩৫)। গত ৭ বছর পূর্বে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বানিয়াবাড়ী গ্রামে বিপ্লব হোসেন উজ্জল সঙ্গে বিয়ে হয় তার। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তানও হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিনদিন আগে ওই গৃহবধূ কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় তার বাবার ভাড়াবাসায় বেড়াতে আসে। আজ ইফতারের পরে তার স্বামীকে মোবাইল ফোনে কল দিয়ে জানান আমি মারা গেলে আমার লাশ যেন না কাটে। তার স্বামী দ্রুত বাসায় এসে দেখতে পান রুমের দরজা বন্ধ ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে জানালার ফাঁকা দিয়ে দেখতে পান ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে জানালার গ্রিলের সাথে ঝুলে আছে। পড়ে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের স্বামী বিপ্লব হোসেন উজ্জ্বল বলেন, ইফতার করে আমার ওষুধের ফার্মেসিতে চলে যাই। পরে সে মোবাইল ফোনে বলে আমি মারা গেলে যেন লাশ না কাটা হয়। তার এই কথা শুনার পর তাৎক্ষণিক আমি বাড়ীওয়ালাকে ফোন করে বলি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই নাদিরুজ্জামান নাদির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.