গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার রহনপুর পৌর এলাকার সোবান নগর কলোনীর আবদুল আলিমের ছেলে হোসাইন (১৪)।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সারে ৭ টার দিকে মহানন্দা নদীর চৌডালা ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান (ইমরান)ও ফায়ার সার্ভিস জানায়, গত ২৬ ই অক্টোবর বুধবার দুপুর অনুমানিক ১২ টার সময় রহনপুর রেল ব্রিজের নিচে পুনর্ভবা নদীতে শিশু হোসাইন (১৪) মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। ঐ দিন বিকেল থেকে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল এসে উদ্ধার কাজ অব্যহত রাখে,পরে বৃহস্পতিবার ২৭ অক্টোবর সারাদিন উদ্ধারে ব্যর্থ হলে সন্ধ্যায় তাদের উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করে।
পরে শুক্রবার(২৮ অক্টোবর) সকাল সারে ৭ টার দিকে চৌডালা ব্রিজের কাছে মহানন্দা নদীতে এলাকাবাসী ভাসমান অবস্থায় তাহার লাশ দেখতে পেয়ে তার আত্মীয়-স্বজন খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফারায় সার্ভিস এসে তার লাশ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়ে তাহার পরিবারের কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ গোমস্তাপুর থানার (ওসি) মাহবুব রহমান (ইমরান) কলমের বার্তা কে আরো জানায়, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।