প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ
মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত, ভোটদানে বিরত বাংলাদেশ

ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। এতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার সদস্যপদ স্থগিত চেয়ে সাধারণ পরিষদে খসড়া প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র।
প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ, বিপক্ষে ভোট পড়ে ২৪টি। ভারত ও পাকিস্তানসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রস্তাবে বলা হয়, জেনেভাভিত্তিক মানবাধিকার পরিষদের কোনো সদস্য ব্যাপক ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটালে দেশটির সদস্যপদ স্থগিত করবে সাধারণ পরিষদ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.