কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মামলা প্রত্যাহার না করায় সালমা আক্তার (৩৫) নামে এক নারী মানবাধিকার সংস্থার কর্মীকে প্রকাশ্য হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই মানবাধিকার কর্মী সালমা আক্তার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি জানান, অভিযোগের তদন্ত চলছে।
অভিযুক্ত ব্যক্তি, গাজীপুর জেলাধীন উপজেলার গোয়াল বাথান গ্রামের মৃত সোবহান দেওয়ানের পুত্র দেওয়ান মাহাবুবুল আলম পনির (৫০)। তিনি একটি প্রাইভেট ক্লিনিকের পরিচালক। এছাড়াও নিজেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা পরিচয় দেন।
সালমা বেগমের দেয়া অভিযোগে জানা যায়, ক্লিনিকের ব্যবস্যা দেখিয়ে ভুক্তভোগীর স্বামী আব্দুর রশিদের কাছে থেকে চেকের মাধ্যমে ১৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে টাকা ফেরত না দিলে আদালতে অভিযুক্তের নামে চেক ডিজঅনার মামলা করেন আব্দুর রশিদ। ঐ মামলায় ১০ দিন কারাভোগের পর অভিযুক্ত পনির জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পাওয়ার পর মামলা প্রত্যাহারের জন্য মানবাধিকার কর্মী সালমা
আক্তারকে বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় দলবল নিয়ে প্রকাশ্য হুমকি দেন। এবং তার স্বামীকে মামলা প্রত্যাহার করতে বলেন।
এ ঘটনার পর নিরাপত্তা চেয়ে ওইদিনই কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেন সালমা আক্তার।
মামলার তদন্তকারী পুলিশের উপপরিদর্শক খাইরুল ইসলাম জানান, নারী মানবাধিকার কর্মী সালমা আক্তারের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।