সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার নির্দেশক্রমে পৌরসভার ঐতিহ্যবাহী মালশাপাড়া কবরস্থান মসজিদের দ্বিতীয় তলা ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন করেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী, জনদরদী, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সততা ব্যবসায়ী সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুস সাত্তার। ছাদ ঢালাই এর শুরুতে কবরস্থান মাদ্রাসার মুফতি আব্দুর রউফ দোয়া পরিচালনা করেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সমস্ত দেশবাসীর জন্য দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার, নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ, মালশাপাড়া কবরস্থান মসজিদ কমিটির সহ-সভাপতি রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিক সহ মসজিদের ইমাম, মাদ্রাসার মুফতি, শিক্ষকসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।