মাসিক কল্যাণ সভা ও মার্চের আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভা ও পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে মার্চের আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন পিপিএম বিপিএম-(বার)।
মাসিক কল্যাণ সভায় দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার দিনাজপুর জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জ দের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সঠিকভাবে দিকনির্দেশনা প্রদান করেন। মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় শুরুতেই পুলিশ সদস্যের কৃতিত্ব কাজের জন্য সম্মাননা স্মারক অফিসারের হাতে তুলে দেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, শচীন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মোঃ মমিনুল করিম অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) মোঃ আসলাম উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।