টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা ইউনিয়নের উত্তর চিতেশ্বরী আলতাফ পীর সাহেবের বাৎসরিক ওরস মোবারক ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দরবার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধ মোঃ সহিদুর রহমান তমিজের সভাপতিত্বে বাউল গান অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন বাউল শিল্পী সোনিয়া সরকার ও বাউল সাজ্জাদ দেওয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বাবুল সিকদার, খলিলুর রহমান,আঃ মালেক, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ জলিল, যুবলীগের সাধারণ সম্পাদক আঃ লতিফ সিকদার, যুবলীগ নেতা এমারত হোসেন, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।