আসছে মির্জাপুর উপজেলায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ,সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে।
আজ সোমবার (১৬ মে ২০২২ ইং তারিখ ) উপজেলার ৩নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীরা দলের একাংশ কর্মীদের নিয়ে ফতেপুর বাজারে প্রায় ২ ঘন্টা ব্যাপী এ কর্মসূচি সম্পন্ন করেন।
উল্লেখ্য, উপজেলায় ১৪ টি ইউনিয়ন। এর মধ্যে ৮ টি ইউনিয়নে নির্বাচন শেষ।বাকী ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ৪ জন মনোনয়ন ফরম জমা দেন।তারা হলেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকাবস্থায় জ্বালাও-পোড়াও আন্দোলনের মির্জাপুর থানার মামলার ৩৮ নম্বর আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম।
সংশ্লিষ্ট তথ্যমতে জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ মিয়াকে নৌকা প্রতীক দেন।এতে ক্ষুব্ধ হয়ে দলের অন্য প্রার্থীরা ও আওয়ামী লীগের একাংশ ওই বিক্ষোভ সমাবেশ,সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ নৌকার মনোনয়ন বাতিল ও মাঝি পরিবর্তন চেয়ে বক্তব্য রাখেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।