"মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার" শ্লোগানে উজ্জীবিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সম্মেলন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ জুন রাজশাহী মহানগরের রাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ, এইচ, এম, কামরুজ্জামান লিটন, বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
বিভাগীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহমুদুল হাসান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভা শুভ উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদ রানা মিন্টু, সম্পাদক মন্ডলীর সদস্য রোকনুজ্জামান রিন্টু, নজরুল ইসলাম, ইমরান সোনার খান বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী মহানগর আহ্বায়ক আলিমুল হাসান সজল, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠু। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী মহানগরের সদস্য সচিব মীর ইসতিয়াক আহমেদ লেমনের সঞ্চালনায় রাজশাহী বিভাগের জেলা ও উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রতিনিধি সভা আয়োজন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটি এবং সহযোগিতায় করেন রাজশাহী জেলা ও মহানগর কমিটি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।