চলতি বছর ডিসেম্বর থেকেই মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন ঢাকাবাসী। এ সময়ের আগে যাত্রী নিয়ে উত্তরা হয়ে আগারগাঁও পর্যন্ত চলাচলের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলক চালু করা হবে মেট্রোরেল। এ রুটের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। মেট্রোরেল প্রকল্প লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে।
গতকাল রাজধানীর ইস্কাটনে নিজ অফিসে সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনো কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে। ১৪ জোড়া কোচ আনা হয়েছে। ১০টির পারফরমেন্স পরীক্ষা চলছে। নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরিচালনার জন্য জনশক্তির প্রশিক্ষণ শেষ হয়েছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে মেট্রোরেল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।