১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে বিশ্বের সব শ্রমজীবী মেহনতী মানুষকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন।
তিনি বলেন, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিলেন।
ওই আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন কয়েকজন বিপ্লবী শ্রমিক। এই দিনটির স্মরণে বিশ্বের দেশে দেশে পালিত হয়ে আসছে মহান মে দিবস।
মে দিবস হয়ে ওঠে বিশ্বের সব শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের চিরঞ্জীব অনুপ্রেরণার দিন। এই দিনটিকে স্মরণে রেখে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনাবাড়ী থানা বিএনপির পক্ষ থেকে বিশ্বের সব শ্রমজীবী মেহনতি মানুষকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।