পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার সবচেয়ে নিকটতম বন্দর এখন মোংলা। এরই সুবাদে ঢাকা থেকে গার্মেন্ট পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মোংলা বন্দর ছেড়ে গেছে এ রকমই এক রপ্তানি পণ্যবাহী জাহাজ। পোল্যান্ডমুখী ওই জাহাজে ছিল ঢাকার ২৭ গার্মেন্টের ১৭ কনটেইনার পণ্য।
রপ্তানি হওয়া গার্মেন্ট পণ্যের মধ্যে রয়েছে বাচ্চাদের পোশাক, জার্সি, কার্ডিগান, টি-শার্ট, ট্রাওজার ইত্যাদি।
দিনটিকে স্মরণীয় হিসেবে অভিহিত করে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু হয়ে মোংলা বন্দরের মাধ্যমে গার্মেন্টস পণ্য রপ্তানির নবযাত্রা শুরু হলো।
মোংলা বন্দর সূত্র জানায়, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব এখন ১৭০ কিলোমিটার। অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় এবং সময় ও অর্থ সাশ্রয় হওয়ার কারণে গার্মেন্ট ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে আগ্রহী হয়ে উঠেছেন।
একই তথ্য মেলে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটনের কাছেও। তিনি জানান, সময় ও অর্থ ব্যয়ের হিসাব বিবেচনা করে ঢাকার গার্মেন্ট ব্যবসায়ীরা তাঁদের পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি শুরু করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার ফকির অ্যাপারেলস লিমিটেড, উইন্ডি লিমিটেড, কে সি লিনজেরিয়া লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, নিট কনসার্ন লিমিটেড, মেঘনা নিট কম্পোজিট লিমিটেড, শারমিন অ্যাপ্যারেলস লিমিটেডসহ ২৭টি গার্মেন্টের পণ্য নিয়ে ‘মার্কস নেসনা’ নামের পানামা পতাকাবাহী জাহাজ পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।