আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এর আগে, সকাল ১০টায় হাটিকুমরুল গোলচত্ত্বরে অস্থায়ী মুরালে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শনিবার (০২ এপ্রিল) দুপুরে সলঙ্গা থানা স্বেচ্ছা-সেবকলীগের সাধারন সম্পাদক আরিফ তালুকদারের পরিচালনায় হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য,সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের অধিনে ছয় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা প্রথমে সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চারনেতা ও প্রয়াত মোহাম্মদ নাসিমের এই মুরালে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন করেন। এবং বাদ আসর মিলাদ ও বিশেষ দোআ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় সলঙ্গা থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন, থানা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম আলম রেজা সহ স্থানীয় নেত্রীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।