সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়
শুভগাছা ইউপি দলকে হারিয়ে কাজিপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার ২২ মার্চ বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলা শুভ উদ্বোধন এবং পুরষ্কার বিতরণ করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। তিনি বলেন, মাদকের প্রতিহত করতে খেলাধুলার বিকল্প নেই। গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে কাজিপুর উপজেলার ১৪ টি
দল অংশগ্রহণ করে, জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করে। জাতীয় দলের বর্তমান, সাবেক এবং উঠতি বয়সী দেশসেরা ক্রীড়াবিদদের খেলা দেখতে উপচেপড়া দর্শক উপস্থিতি চোঁখে পড়ার মতো। পৌরসভা দলে অংশগ্রহণ করে জাতীয় ভলিবল দলের সজিব, সুজন, পাভেল ও আল আমিন। শুভগাছা ইউপি দলে হরশিদ বিশ্বাস, মাসুদ মিলন ও রাজু। এছাড়াও উঠতি তারকারা অংশগ্রহণ করে। দর্শক শাহীন আজাদসহ স্থানীয়রা জানান, প্রতিবছর এমন টুর্নামেন্টের আয়োজন করা হলে কাজিপুর থেকে জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় তৈরি হবে। কাজিপুরে ভলিবল অত্যন্ত জনপ্রিয় খেলা।
খেলা পরিচালনা করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রেফারি মোরশেদুল জামান মিঠু।টুর্নামেন্টে শুভগাছা ইউপি দলের বিপরীতে চরম প্রতিদন্দিতায় কাজিপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।