মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাইয়ূম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) এর হ্যাচারী ইউনিট পরিদর্শন করেন ।
শুক্রবার নিমগাছি মৎস্যচাষ প্রকল্প (রাজস্ব) এর হ্যাচারী ইউনিট পরিদর্শন সহ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ আহরণকারী জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরবর্তীতে অতিরিক্ত সচিব জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ পরিদর্শন করেন।
এসময়ে মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আব্দুর রউফ, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, মৎস্য অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক (অর্থ ও পরিকল্পনা) মোঃ সাহেদ আলী জেলা মৎস্য মৎস্য কর্মকর্তা পাবনা মোঃ আবুল কালাম আজাদ জেলা মৎস্য কর্মকর্তা সিরাজগঞ্জ মোঃ শাহীনূর রহমান সহ সিনিয়র সহকারী পরিচালক সিরাজগঞ্জ ও পাবনা , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, উল্লাপাড়া এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তাড়াশ।
এছাড়া জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সহ সিরাজগঞ্জ সদর ও নিমগাছি মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) এর কর্মকর্তা-কর্মচারী এবং সুফলভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।