নিহাল খান,রাজশাহী প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ উদযাপন করা হয়।
২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রাণীবাজারস্থ অলোকার মোড় চেম্বার অব কমার্স ভবনের সামনে থেকে জেলা ব্র্যাক প্রতিনিধি ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ মহসিন আলী, এফএনবি রাজশাহী জেলার সহ-সভাপতি ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, সাধারণ সম্পাদক ও ব্যুরো বাংলাদেশ এর রাজশাহী’র আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাইদ সিকদার এর নের্তৃত্বে প্রভাত ফেরী শুরু করে রাজশাহী কলেজে গিয়ে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস কর্মসূচীতে রাজশাহী জেলার এফএনবি’র সদস্য সংস্থা হিসেবে অংশগ্রহণ করেন ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, আশ্রয়, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরনী চক্র ফাউন্ডেশন, বিডো, বেলা, আরএসডিপি, দিশা, এর নির্বাহী প্রধান ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এফএনবি রাজশাহী জেলার শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, লফস আলাদা ভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।