ঝালকাঠির রাজাপুরে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার ত্রিশটি গৃহহীন পরিবার বিনা মূল্যে ঘর পেতে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” হিসাবে গৃহহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে রাজাপুর উপজেলায় ত্রিশ পরিবারকে ২ শতক জমি সহ নবনির্মিত সেমি পাকা ঘর হস্তান্তর করা হবে। ইউএনও নুসরাত জাহান খান জানান, মুজিববর্ষে একজনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষনা বাস্তবায়নে দ্রুত গতিতে এগিয়ে চলছে এ প্রকল্পের কাজ।
সরকারী এ প্রকল্পের ঘর মূলত অসহায়, ভুমিহীন ও গৃহহীনরা বরাদ্ধ পাবেন। নির্মানাধীন ঘরগুলো সার্বিক ভাবে তদারকি করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালী যুক্ত হয়ে ভূমিহীন এসব মানুষের মাঝে উপহারের বাড়িসহ ঘর হস্তান্তর করবেন।
উল্লেখ্য, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় এ উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে (১ম ধাপে) মোট ৪২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।