ঝালকাঠি জেলার রাজাপুর থানার পিছনে আবাসিক এলাকা টিএন্ডটি রোডে দুই ফ্ল্যাট বাসার দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১আগষ্ট) দিনের বেলায় টিএন্ডটি রোডে বিসমিল্লাহ প্লাস ৫ম তলা বিল্ডিং এর ৩য় তলায় দুই ভাড়াটিয়া মিরুখালী কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুবুল হক ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ কায়সার হাওলাদার’র বাসায় এ চুরির ঘটনা ঘটে।
অধ্যক্ষ মোঃ মাহাবুবুল হক জানান, আমি ও আমার স্ত্রী বরিশালে ডাক্তার দেখাতে গিয়ে ছিলাম, দুপুরে ফোন পাই যে বাসার তালা ভেঙ্গে স্টিল আলমারি ভেঙ্গে স্বর্ন ও টাকা নিয়েছে। খবর পেয়ে এসে দেখি প্রায় ১১ ভরি স্বর্ন ও নগত বিশ হাজার টাকা নিয়েছে।
মোঃ কায়সার হাওলাদার জানান, আমরা কেউ বাসায় ছিলাম না, বিকালে খবর পাই বাসার তালা ভেঙ্গে বাসা চুরি হয়েছে। বাসায় এসে দেখি তিন ভরির বেশি স্বর্ন চুরি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।