ঝালকাঠির রাজাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে৷ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
ইউএনও নুসরাত জাহান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, রাজাপুর সরকারি কলেজ অধ্যক্ষ গোলাম বারী খান, ওসি পুলক চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর ও ইউপি চেয়ারম্যান শাহজালাল আহম্মেদ প্রমূখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ৷
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।