জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শুক্তাগড় ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারী সমন্বয়কারী দেবব্রত মিত্র, জোনাল অফিসার গাজী আবুল বাসার, ইউপি সচিব স্বপন কুমার ওঝা সহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ৷
বক্তারা বলেন, আগামী ১৫-২১ জুন পর্যন্ত জনশুমারি ও গৃহগণনার কাজ করার জন্য শুক্তাগড় ইউনিয়নে ইতোমধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এই কাজটি সম্পাদন করবেন। এ সময় প্রতিটি খানা ও খানার সদস্য গণনা এবং বসতঘর বা গৃহের সংখ্যাসহ আরও অন্যান্য বিষয়ে নিরূপণ করা হবে। এর আগে ঐ সকল সুপারভাইজার-তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করা হবে৷
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপির জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।