ঝালকাঠির রাজাপুরে নার্গিস বেগম (৪৫) নামে তিন সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার (৯ আগষ্ট) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই নিহতের স্বামী ঘাতক আ: আজিজকে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আ: আজিজ ঢাকায় একটি কোম্পানীতে নৌশ প্রহরী পদে চাকরী করেন। তিনি ছুটিতে বাড়ি আসলে মঙ্গলবার রাতে স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।
ঝগড়ার এক পর্যায়ে নিহতের স্বামী আ: আজিজ লোহার রড দিয়ে স্ত্রী নার্গিস বেগমের মাথায় আঘাত করলে নার্গিস বেগম গুরুতর রক্তাক্ত যখম হয়। এ সময় স্থানীয়রা নার্গিস বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে, রাজাপুর থানা ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। আটক আজিজকে জিজ্ঞাসাবাদ চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।