পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের গরিব,অসহায় ও দুস্থ ২ হাজার ২ শত ৬৫ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও রামকৃষ্ণপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাক অফিসার আরিফ মাহমুদ,
রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,ইউপি সচিব ফরিদুল হক মিলনসহ সকল ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার, মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের সহযোগিতায় রামকৃষ্ণপুর ইউনিয়নের অসহায়,কর্মহীন ও ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।