শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

রায়গঞ্জে রোড ডিভাইডার ও পাশ্ববর্তী রাস্তা গুলে দেয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম : / ১৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৫ জুন, ২০২৫

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ অফিসের সামনে রোড ডিভাইডার ও পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৫ জুন) সকালে পল্লী বিদুৎ অফিসের সামনে দেড় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন তারা। এতে মহাসড়কের উভয় পার্শ্বে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এই যানজট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির তৎক্ষনাৎ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং মানববন্ধনে অংশ গ্রহণকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে ফোরলেন রাস্তার পল্লী বিদুৎ অফিসের সামনে পাশ্ববর্তী রাস্তাটি অজ্ঞাত কারনে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পাশ্ববর্তী এই রাস্তা বন্ধ থাকা ও রোড ডিভাইডার না থাকার কারণে গত এক বছরে ৬ থেকে ৭ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

বক্তারা আরও জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান মাধ্যম। অথচ অজ্ঞাত কারণে পল্লী বিদুৎ অফিসের সামনের পাশ্ববর্তী রাস্তা বন্ধ ও রোড ডিভাইডার না থাকার কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে। জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার দেয়ার দাবি জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, রাস্তার এমন অবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করলেও তারা কোনো কর্ণপাত করেনি। স্থানীয়রা পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার স্থাপনের দাবি জানান। দাবি আদায়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তারা।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর