বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় ধানগড়া কার্যালয়ে সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে. এম. হোসেন আলী হাসান। তিনি তার বক্তব্যে বলেন, এখন হতে দলের কাজ বেশি করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরুন।
সকল ভেদাভেদ ভূলে দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ডে বর্ধিত সভা করে দলকে সুসংগঠিত করতে হবে।
এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীন দক্ষ রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।
তিনি তার বক্তব্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। দলের মধ্যে কোন্দল থাকলে দল ক্ষতিগ্রস্থ হয়। দলকে সুসংগঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার গণমানুষের নেতা অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, ফিরোজ ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান খান প্রমুখ।
এসময় রায়গঞ্জ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সকল সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।