সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা উন্নয়ন বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম( এনডিপি) ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে এবং আশা প্রজেক্টের সহযোগিতায়
সোমবার (১২সেপ্টেম্বর) দিনব্যাপি রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয়ের এসএমসি, পিটিএ, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ লুৎফুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান হোসেন।
সভায় আরো আলোচনা করেন, ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সহ-সভাপতি ও ধানগড়া মহিলা ডিগ্রী কলেজে'র প্রভাষক মোঃ ফরিদুল ইসলাম, রায়গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আশরাফী প্রমুখ।
সভাটি পরিচালনা করেন, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় শিক্ষা উন্নয়নের জন্য নিয়মিত মা সমাবেশ সহ বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথিসহ আশা প্রজেক্টের উদ্দেশ্যকে সাধুবাদ জানান এবং কার্যক্রমের প্রশংসা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।