সিরাজগঞ্জে প্রচন্ড শীতে কষ্টে কাতর অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোটারিয়ান ক্লাব অব সিরাজগঞ্জের আয়োজনে
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মোঃ আবু সিদ্দিক এর মিরপুর উত্তর বাসভবন হতে শতাধিক কম্বল বিতরণ করেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজেবক, রোটারিয়ান ক্লাব অব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আবু সিদ্দিক।
এসময়ে সিরাজগঞ্জ শহরের নিউ কেয়া ডায়াগনষ্টিক ক্লিনিক সেন্টারের পরিচালক এবং প্রত্যাশা ডেইরি ফার্মের পরিচালক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, ব্যবসায়ী মেহেদি হাসান উজ্জ্বল প্রমুখ।
গত কয়েক দিনে হাড় কাপানো শীতে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষেরা শীতের প্রচন্ড কষ্টে অভাবের কারণে শীত বস্ত্র কেনা সম্ভব হয়নি বলে জানা যায় । নতুন কম্বল হাতে পেয়ে ভীষণ খুশি হয়ে বাড়ি ফিরছেন তারা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।