সিরাজগঞ্জের তাড়াশে র্যাব-১২’র অভিযানে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করছে র্যাব।এসময় নগদ টাকা ও ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) বিকেলে র্যাব ১২'র অধিনায়ক মারুফ হোসেন এর দিকনির্দেশনায় তাড়াশ থানার চরহামকুড়িয়া গ্রামের হাটিকুমরুল-রাজশাহী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামী, রাজশাহীর কর্নহার থানার রড়মত্তপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মাইনুল ইসলাম (২৯), বেজোড়া গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে ফারুক হোসেন (২৮) ও কর্ণহার গ্রামের সাইদুল ইসলামের ছেলে জুবাইর ইসলাম (২০)কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব ১২ এর অপস্ অফিসার উসমান গণি বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।