প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ৩:২১ অপরাহ্ণ
র্যাব-১২’র অভিযানে ফেন্সিডিল, ২টি মোটর সাইকেলসহ আটক ২
সিরাজগঞ্জে র্যাব-১২'র অভিযানে ১৮৭ বোতল ফেন্সিডিল, ২টি মোটর সাইকেলসহ ২মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
শনিবার সকালে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব ১২'র উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক। তিনি জানান,র্যাব ১২'র একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ঠাকুরগাঁও হতে ২টি মোটর সাইকেল যোগে ৩ জন ব্যক্তি ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ মোড়ের সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কের উপর" একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ৮ তাং ৬টার দিকে ২টি মোটর সাইকেল আসতে দেখে থামানোর সংকেত দেওয়া হয়।
মোটরসাইকেল দুটি স্লো হওয়ার সাথে সাথে একজন আসামী সিরাজগঞ্জ সদর থানার গটিয়া মেছড়া পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে সোহেল রানা ওরফে সাব্বির (২৭) মোটরসাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে টাঙ্গাইলের ভূঞাপুর থানার রামাইল গ্রামের শহিদুল্লাহর ছেলে শরিফুল ইসলাম ওরফে জুয়েল মাহমুদ (২৭) ও গোবিন্দপুর টেঘরী গ্রামের আঃ কাদেরের ছেলে আবু হানিফ রুবেলকে (২৯) আটক করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এসময় তাদের নিকট হতে ১৮৭ বোতল ফেন্সিডিল পরিবহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মটর সাইকেল ২টি মোবাইল ফোন, ১ হাজার ৬শত ২০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.