পাবনার বেড়া উপজেলার কাজির হাট-আরিচা নৌরুটে ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকা মুখী যাত্রীদের ছিল উঁপচে পড়া ভির। সেই সুযোগে লঞ্চ ও স্পিড বোডের মালিকরা সাধারণ ভাবে যাত্রী পারাপারের নিয়ম লঙন করে অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, উপজেলা নিবার্হী অফিসার মোঃ সবুর আলীর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে এবং আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলীর সার্বিক সহযোগীতায়, লঞ্চ ও স্পিড বোডে অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে স্পিড বোড মালিক স্বাধীন লঞ্চ মালিক নুর ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিয়মানুযায়ী স্পিড বোডে ১২ জন যাত্রী পরিবহনের কথা থাকলেও ২০ জন যাত্রী বহন করছিল। লঞ্চে ১৪০ জন বহনের কথা থাকলেও সে নিয়ম ভঙ্গ করে ৩৫০ থেকে ৪ শ’ জন যাত্রী পরিবহন করছিল। যা সাধারণ মানুষের জানমালের ক্ষতির আশংকা থাকত। সহকারী কমিশনার (ভূমি) বলেন যেকোনো অপরাধের বিরুদ্ধে প্রসাশন সবসময় তৎপর।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।