লালমনিরহাটে আ'লীগের নেতার ঈদ উপহার বিতরণ। গরীব অসহায় সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ।
বুধবার (১৯ এপ্রিল) লালমনিরহাট শহরের পৌর সভার ১ নং ওয়ার্ডের ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, গরীব, দিনমজুর, ভ্যান চালক, অটোচালক ও সুবিধা বঞ্চিত সাধারণ লোকদের মাঝে ঈদকে সামনে রেখে, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার জন্য ১নং ওয়ার্ডের ১শত ৫০ জন হতদরিদ্র পরিবারের মধ্যে জন প্রতি ৫শত টাকা করে নগদ অর্থ বিতরণ করেছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নিরাপদ বাজারের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সুমন খান।
এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের আওয়ামিলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্হানীয় নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সাক্ষাৎকারে আওয়ামীলীগের নেতা সাখাওয়াত হোসেন সুমন খান বলেন, আমি সব সময় অসহায়, গরীব মানুষের সেবা করে আসছি, আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন সব সময় এ রকম ভাবে গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সব সময় সহায়তা করতে পারি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।