লালমনিরহাটে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ই-মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, প্রতীক প্রগতি সংঘ, নজীর, ব্র্যাক, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, আরডিআরএস, প্ল্যাণ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, উদয়ঙ্কুর সেবা সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহ লালমনিরহাটের সহযোগিতায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক (অঃ দাঃ) রশিদা খাতুন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, বিশিষ্ট সমাজসেবী ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মেহেরুন নাহার মেরী প্রমুখ।
লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌসসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে লালমনিরহাটের সংগীত শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।