লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ক্লিনিকের ডিজিটাল সাইন বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি বার্তা স্ক্রিনে ভেসে উঠলো "জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে"।
রবিবার (১৯ জানুয়ারী) রাতে ভিআইপি পাড়া রোডে হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ওই বার্তা ভেসে উঠলে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, রাতে হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে "জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে" লেখাটি ভেসে উঠে। এমন লেখা হঠাৎ ভেসে ওঠায় মুহুর্তের মধ্যে বিষয়টি নিয়ে শহর জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তৎক্ষনাৎ সেই ডিজিটাল ব্যানারটি নামিয়ে ফেলে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। কেন এমনটা হলো বা কারা করলো তা তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।