আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃতরা হলেন, ওই গ্রামের জামাল হোসেন ও তার মা কমলা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পালিত গরুটি ছুটে গিয়ে একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। গরুকে বাঁচাতে প্রথমে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান জামাল হোসেন (৩০)। ছেলেকে বাঁচাতে গিয়ে একই ভাবে আটকে যান জামাল হোসেনের মা কমলা বেগম (৬৫)। এভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে ঘটনাস্থল থেকে মা ছেলের লাশ উদ্ধার করে।
মৃত জামালের বোন নাজমা বেগম বলেন, ঘটনা বুঝতে পেয়ে আমি বাড়ির প্রধান সুইচ অফ করে মা ও ভাইকে উদ্ধার করি। কিন্তু ততক্ষনে তাদের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।