লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ওমর আলী (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানান, তিস্তার চর এলাকায় জমির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে আবু সাঈদ ও আব্দুল বারীর মধ্যে বিরোধের চলে আসছে। এরই জেরে শুক্রবার উভয়ের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষ হয়। এতে আবু বক্করের ছেলে ওমর ফারুকসহ অন্যরা এগিয়ে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আঘাতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। কার আঘাতে ওমর ফারুক মারা গেছেন, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।