আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে বৃহৎ বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ টোব্যাকো কোম্পানীর তামাকবাহী একটি ট্রাক থেকে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মোঃ ওহিদুল বিশ্বাস (৫০), মোঃ তরিকুল ইসলাম (৩৮) ও মোঃ শাবান আলী (৪৮)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এর সুবেদার মোঃ আফিল উদ্দিন (বিজিবি) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সংশ্লিষ্ট মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে তামাকবাহী ট্রাকে গাঁজাসহ তাদের ৩ জনকে আটক করা হয়। আটককৃত মোঃ ওহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর এলাকার চাঁদালী বিশ্বাসের ছেলে, মোঃ তরিকুল ইসলাম একই উপজেলার মীরের পাড়া এলাকার মৃত- রবকুল ইসলামের ছেলে ও মোঃ শাবান আলী একই উপজেলার তারাগনিয়া এলাকার মৃত- আজিম উদ্দিন মন্ডলের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি টিম তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ওই তামাকভর্তি ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে তামাক পরিবহনের আড়ালে মাদক পাচার করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহৎ বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ টোবাকো কোম্পানীর সরবরাহকৃত তামাক পরিবহনের ট্রাকের মাধ্যমেই মাদক পরিবহন করা হচ্ছিল। এভাবে প্রায় তামাকের ট্রাকের আড়ালে মাদক পাচার করা হয়ে থাকে বলেও জানিয়েছেন তারা। জেলার প্রভাবশালী ব্যবসায়ী লাল মিয়া এই তামাক ব্যবসার মূল মালিক হওয়ায় পুরো ঘটনায় তার নামও উঠে এসেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী বলেন, আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তামাকবাহী ট্রাকে মাদক পরিবহনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।